প্রযুক্তি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন (Only Boys) Join Now!

SponsorBlock কী? সুবিধা, অসুবিধা ও ব্যবহারের উপায়

MNR Blog কথন

মরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, তখন অনেক সময় ইউটিউবের বিজ্ঞাপনের পাশাপাশি ইউটিউবারও নিজের বা অন্য কারও স্পনসর কোনোকিছু প্রচার করেন। আবার কেউ কেউ ভিডিওর শুরুতে ইন্ট্রো, শেষে আউট্রো বা অন্য অপ্রয়োজনীয় অংশ জুড়ে দিয়ে ভিডিওটি অকারণে বড় করে ফেলেন। এসব অংশ খারাপ না হলেও অনেক দর্শকের কাছে এগুলো বিরক্তির কারণ হয়ে ওঠে। এই সমস্যার সহজ সমাধানই হলো: SponsorBlock

SponsorBlock কী?

SponsorBlock হলো একটি ফ্রি, ওপেন সোর্স ও ক্রাউডসোর্সড ব্রাউজার এক্সটেনশন, যা ইউটিউব ভিডিওতে থাকা স্পনসর, ইন্ট্রো, আউট্রো বা অন্য অপ্রয়োজনীয় অংশগুলো অটো স্কিপ করতে সাহায্য করে। এর ফলে ইউটিউব দেখার অভিজ্ঞতা আরও বেটার হয়।

সুবিধা

● এটি পুরোপুরি ফ্রি ও ওপেন সোর্স (সোর্স কোড)

● ভিডিওর অপ্রয়োজনীয় অংশ (যেমন স্পনসর সেগমেন্ট, সাবস্ক্রাইব রিমাইন্ডার) স্কিপ হয়ে যায়, ফলে মূল কনটেন্টে ফোকাস করা যায়।

● এটি সহজেই অন ও অফ করা যায়।

● এটির কমিউনিটি অনেক বড় হওয়ায় অধিকাংশ ভিডিওর এইসব স্কিপযোগ্য অংশ আগে থেকে কেউ না কেউ সাবমিট করেই রাখে। যার ফলে নিজেকে কিছু করতে হয় না। আবার চাইলে নিজেও সাবমিট করা যায়।

● মোবাইলের বিজ্ঞাপন বিহীন ইউটিউব ক্লায়েন্ট গুলোতে সাধারণত এটি বিল্ট ইন থাকে। এছাড়া, Chrome, Firefox, Edge এর মতো প্রায় সব ব্রাউজারেই এক্সটেনশন ইন্সটলের মাধ্যমে এটি ব্যাবহার করা সম্ভব।

অসুবিধা

● যেহেতু স্কিপযোগ্য অংশগুলো সাধারণ ইউজাররাই সাবমিট করে, তাই কখনো কখনো ভুল অংশ বা দরকারি তথ্যও স্কিপ হয়ে যেতে পারে।

● নতুন আপলোড হওয়া ভিডিওতে যতক্ষণ না অব্দি কেউ না কেউ এটা সাবমিট করে, ততক্ষণ অব্দি এটা কাজ করে না। (নিজেও করা যায়)

● কমোবাইলে অফিসিয়াল YouTube অ্যাপে এটি ব্যবহার করা যায় না। ব্যবহার করতে হলে NewPipe ক্লায়েন্ট (যেমন: Tubular, BravePipe), Revanced বা অন্য থার্ড-পার্টি ক্লায়েন্ট দরকার হয়।

● স্পনসর অংশ স্কিপ করার কারণে কনটেন্ট ক্রিয়েটররা স্পনসরশিপ থেকে কম আয় পেতে পারেন। মানবিক দিক থেকে এটিকেও একটি অসুবিধার দিক বলা যায়।

বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহারের উপায়

Android i. মূল YouTube অ্যাপে ব্যাবহারের সুযোগ নেই।
ii. ReVanced, Tubular, BravePipe, LibreTube - এর মতো ক্লায়েন্টে এগুলো বিল্ট ইন থাকে।
iii. Firefox, Edge ব্রাউজার এ এক্সটেনশন ইন্সটলের মাধ্যমে এটি ব্যাবহার করা সম্ভব।
iv. Chrome, Brave বা অন্য ব্রাউজারে এটি ব্যাবহার সম্ভব নয়। (কারণ, এক্সটেনশন ইন্সটলের সুযোগ নেই)
iOS i. মূল YouTube অ্যাপে ব্যাবহারের সুযোগ নেই।
ii. uYou এ এটি সাধারণত বিল্ট ইন থাকে।
iii. Safari, Chrome, Brave, Firefox বা অন্য ব্রাউজারে এটি ব্যাবহার সম্ভব নয়।
Windows/ Linux/ macOS প্রায় সব ব্রাউজারে এটি ব্যাবহার সম্ভব।

Brave
Firefox
Chrome
Edge
Opera
Safari (Only macOS)

Any Chromium Fork
Any Firefox Fork

আজ এই পর্যন্ত। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।

Written by
Naimur Rahaman
Naimur Rahaman
Muslim | Love to Learn, Read, Write | Dreamer of Change | Tech Enthusiast

মন্তব্য করুন

টেলিগ্রামের অফিশিয়াল কমেন্ট সিস্টেম

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.