প্রযুক্তি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন (Only Boys) Join Now!

LocalSend: সহজ, নিরাপদ ও দ্রুত ফাইল শেয়ারের স্মার্ট সমাধান

LocalSend: সহজ, নিরাপদ ও দ্রুত ফাইল শেয়ারের স্মার্ট সমাধান
কটা সময় ছিল, যখন ফাইল শেয়ার করার জন্য জাতীয় মাধ্যম ছিল SHAREit। সময়ের সাথে সাথে সেটা একদম ভাগাড়ে পরিণত হয়। এরপর বেশিরভাগ মানুষ ক্লাউড শেয়ার ব্যবহার শুরু করে। পাশাপাশি Bluetooth বা Quick Share (পূর্বনাম Nearby Share)-ও অনেকে ব্যবহার করতে থাকে। আজ সব ডিভাইসে অফলাইনে শেয়ার উপযোগী একটি অ্যাপ নিয়ে আলোচনা করব।

LocalSend কী?

LocalSend ফাইল শেয়ারের জন্য ফ্রি ও ওপেন সোর্স, ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ। এর মাধ্যমে সম্পূর্ণ অফলাইনে, একই লোকাল নেটওয়ার্কে (যেমন: একই Wi-Fi বা হটস্পট) যুক্ত থাকা ডিভাইসগুলোর মধ্যে সহজে ও নিরাপদে ফাইল শেয়ার করা যায়। এর UI-ও খুবই সিম্পল ও ইউজার-ফ্রেন্ডলি।

এটি কীভাবে ব্যাবহার করবেন?

i. দুটো ডিভাইসকে একই নেটওয়ার্কে রাখতে হবে। এক্ষেত্রে -
হয়, দুটো ডিভাইসই একই WiFi ব্যাবহার করে, সেক্ষেত্রে আলাদা কোনো কাজ নেই।
অথবা, এক ডিভাইসে Hotspot দিয়ে অন্য ডিভাইসে কানেক্ট করে নিতে হবে।

ii. অ্যাপ টি ডিভাইসে ইন্সটল করে বা আগে ইন্সটল করা থাকলে সেটা ওপেন করে অ্যাপের একদম নিচের দিকে Send বা Receive অপশন দেখতে পাবেন। ফাইল রিসিভ করলে Receive অপশনে রেখে দিবেন। যে ডিভাইস থেকে ফাইল সেন্ড করতে হবে, সেখানে Send অপশনে গিয়ে ফাইল গুলো সিলেক্ট করে নিতে হবে। উপরের দিকে সব টাইপের অপশন দেখতে পাবেন। এরপর নিচে আপনি যে ডিভাইসে ফাইল পাঠাবেন, তার নামে ক্লিক করলে অন্য ডিভাইসে রিকুয়েস্ট পাঠাবে। Accept করলে ফাইল যাওয়া শুরু হয়ে যাবে!

নোট: লিখে বলছি, এজন্যে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে চাইলে এই ইউটিউব ভিডিওটি দেখতে পারেন। এভাবে, একবার দুইবার ব্যাবহার করতে পারলে পরবর্তীতে সমস্যা ছাড়াই সুন্দরভাবে এটি ব্যাবহার করতে পারবেন ইনশাআল্লাহ।

সুবিধা

  • এটি পুরোপুরি ফ্রি ও ওপেন সোর্স (সোর্স কোড)
  • ক্রস-প্ল্যাটফর্ম সাপোর্ট আছে। অর্থাৎ, Windows, macOS, Linux, Android এবং iOS-এর মতো প্রায় সব জনপ্রিয় অপারেটিং সিস্টেমে এটির সাপোর্ট আছে।
  • ফাইল ট্রান্সফারের জন্যে ইন্টারনেট সংযোগ থাকার প্রয়োজন হয়না। লোকাল নেটওয়ার্ক (WiFi বা Hotspot) ব্যাবহার করে ফাইল ট্রান্সফার যায়।
  • ফাইল ট্রান্সফারের সময় ডেটা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকে। তাই, যেকোনো ফাইল, এমনকি সেনসেটিভ ফাইলের ক্ষেত্রেও প্রাইভেসি নিয়ে কোন প্যারা নেই।
  • এর UI-ও খুবই সিম্পল ও ইউজার-ফ্রেন্ডলি। এছাড়া অ্যাপে কোনো বিজ্ঞাপনও নেই।

অসুবিধা

● ব্লুটুথের মাধ্যমে ফাইল ট্রান্সফারের সুবিধা নেই।

● একই নেটওয়ার্কে যুক্ত করার ব্যাপারটা নতুন ইউজারদের কাছে জটিল লাগতে পারে।

আজ এই পর্যন্ত। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।

ভিডিও


YouTube
   

Facebook
   

Mahfil



Written by
Naimur Rahaman
Naimur Rahaman
Muslim | Love to Learn, Read, Write | Dreamer of Change | Tech Enthusiast

মন্তব্য করুন

টেলিগ্রামের অফিশিয়াল কমেন্ট সিস্টেম

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.