প্রযুক্তি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন (Only Boys) Join Now!

পাসওয়ার্ড ম্যানাজার কী? সুবিধা ও অসুবিধা

পাসওয়ার্ড ম্যানাজার কী? সুবিধা ও অসুবিধা
র্তমান সময় আমরা অনেক Socal Media ব্যাবহার করি। এর পাশাপাশি কেনাকাটা, AI সহ অন্যান্য কাজের জান্যে আরও এক ডর্জন অ্যাপ ও ওয়েবসাইট ব্যাবহার করি। একাউন্টের নিরাপত্তার জন্যে প্রতিটারই পাসওয়ার্ড বড় আর কঠিন রাখা আবশ্যক। কিন্তু তাহলে এত গুলো পাসওয়ার্ড কীভাবে মনে রাখবেন?

সত্যি বলতে, এত পাসওয়ার্ড মনে রাখারই প্রয়োজনই নেই! এই মনে রাখার সমস্যার সবথেকে সহজ এবং সেরা সমাধান পাসওয়ার্ড ম্যানাজার

পাসওয়ার্ড ম্যানাজার কী?

পাসওয়ার্ড ম্যানাজার একটি টুলস বা বলা যায় ডেটাবেজ যেখানে আপনার সব পাসওয়ার্ড এনক্রিপ্টেড ফর্মেটে নিরাপদে থাকে। এর মাধ্যমে শুধু একটি মাস্টার পাসওয়ার্ড মনে রাখলেই আপনি সব পাসওয়ার্ড অ্যাক্সেস করতে পারবেন।

সুবিধা

  • যেহেতু মনে রাখার প্রয়োজন নেই, তাই অটো জেনারেট করা একদম শক্তিশালী পাসওয়ার্ড ব্যাবহার করতে পারবেন। ফলে হ্যাকিং থেকে এক ধাপ নিরাপদে থাকতে পারবেন।
  • এর ডাটার এক্সেস করা এক প্রকার অম্ভব। আপনার ইমেইলের এক্সেসও যদি অন্য কারও কাছে থাকে, তবুও চেষ্টা করলেও আপনার মাস্টার পাসওয়ার্ড ছাড়া সেটির ডাটা কোনোভাবেই এক্সেস করতে পারবে না।
  • মনে রাখার প্রয়োজন নেই, তাই পাসওয়ার্ড পুনরাবৃত্তি করারও প্রয়োজন হবেনা। এটাও নিরাপত্তা জোরদার করছে।
  • যেকোনো যায়গায় লগইন করার জন্যে কষ্ট করে পাসওয়ার্ড টাইপ করতে হবে না। অটো ফিল অপশন ব্যাবহার করা যাবে। যার ফলে অনেক সময় বাঁচবে।

অসুবিধা

  • মুল অ্যাপ বা এক্সটেনশনে প্রথমবার লগইন করতে হয়। এটা অনেকের বিরক্তিকর লাগতে পারে।
  • কোনোভাবে মাস্টার পাসওয়ার্ড হারালে এক প্রকার একাউন্ট আর এক্সেস করার সুযোগ নেই।
    (এ জন্যে মাস্টার পাসওয়ার্ড কঠিন আর মনে রাখার উপযোগী দিতে হবে। প্রয়োজনে নিরাপদ কোথাও লিখে রাখতে হবে।)
  • কোনোভাবে এর এক্সেস কারও কাছে চলে গেলে সব ডাটা তার কাছে চলে যাবে।
    (তবে, এইটা সমাধানের জন্যে একটা বোনাস টিপস ভিডিওর শেষ অংশে দেবো।)

কোনটি ব্যাবহার করতে পারেন?

পাসওয়ার্ড ম্যানাজারের মধ্যে অন্যতম জনপ্রিয় Bitwarden। এছাড়া Proton Pass, Nord Pass, 1Pass, KeePass ইত্যাদিও অনেক জনপ্রিয়। বেশ অনেক পাসওয়ার্ড ম্যানাজার ব্যাবহার করে আমার ব্যাক্তিগতভাবে দুইটি ফ্রি ও ওপেন সোর্স পাসওয়ার্ড ম্যানাজার বেশি ভালো লেগেছে।

১। Bitwarden: আমি নিজে এখনও এটি ব্যাবহার করি। একটি পাসওয়ার্ড ম্যানাজার থেকে আমরা যা যা আশা করি, সবগুলো এটির ফ্রি ভার্সনেই পাওয়া যায়। তাই, নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন। এটির অ্যাপ, ব্রাউজার এক্সটেনশন ও ওয়েব ভার্সন-সবগুলোই আছে।
Bitwarden Password Manager
২। Proton Pass: এটির UI এক কথায় অসাধারণ। এর বেসিক সব ফিচার ফ্রি হলেও কিছু কিছুতে রেস্টিকশন আছে। তবে, আমাদের জীবন চলার জন্যে যা যা লাগে, সব ফ্রিতেই এক্সেস করা যাবে। তাই, বিশেষ কোনো সমস্যা নেই। এটিরও অ্যাপ, ব্রাউজার এক্সটেনশন ও ওয়েব ভার্সন-সবগুলোই আছে।
Proton Pass Password Manager

এগুলো কিভাবে কাজ করে?

পাসওয়ার্ড ম্যানাজার কিভাবে কাজ করে, তা নিয়ে এই ইউটিউব ভিডিওটি বানানো হয়েছে। এটি দেখলে ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে।

আজ এই পর্যন্ত। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।

ভিডিও


YouTube
   

Facebook
   

Mahfil



Written by
Naimur Rahaman
Naimur Rahaman
Muslim | Love to Learn, Read, Write | Dreamer of Change | Tech Enthusiast

মন্তব্য করুন

টেলিগ্রামের অফিশিয়াল কমেন্ট সিস্টেম

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.