ইন্টারনেটে ব্রাউজ করার সময় অপ্রয়োজনীয় বিজ্ঞাপন সবার কাছেই বিরক্তিকর। Private DNS ব্যবহার করে সহজেই এসব বিজ্ঞাপন ব্লক করা সম্ভব। এর জন্য কিছু জনপ্রিয় DNS প্রোভাইডার রয়েছে। যেমন: AdGuard DNS, Kahf Guard, NextDNS ইত্যাদি।
আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখবো, কীভাবে
AdGuard DNS ব্যবহার করে বিজ্ঞাপন বন্ধ করবেন।
সাজেশন
আপনাদের সুবিধার্থে এটি ভালোভাবে বোঝানোর জন্যে
ইউটিউব ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে। চাইলে ভিডিওটি দেখতে পারেন।
ধাপে ধাপে সেটআপ গাইড
ধাপ-১: ইমেইল প্রস্তুতি
- প্রথমে
Temp Mail
লিখে গুগলে গিয়ে সার্চ করুন।
- যেকোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে আপনাকে একটা Temporary email দিবে।
- উদাহরণ স্বরূপ, আমরা temp-mail.org লিংকে প্রবেশ করলাম।
- লিংকে প্রবেশ করার কিছুক্ষণ পর এখানে একটা ইমেইল এড্রেস দিবে। এটি কপি করে নিন।
ধাপ-২: AdGuard DNS-এ অ্যাকাউন্ট তৈরি
- এই লিংকে প্রবেশ করুন: adguard-dns.io/en/dashboard
- টেম্পোরারি ইমেইল ওয়েবসাইট থেকে পাওয়া ইমেইল অ্যাড্রেসটি এখানে পেস্ট করে Continue বাটনে ক্লিক করুন।
- যেকোনো একটি র্যান্ডম পাসওয়ার্ড দিন। (মনে না রাখাতে পারলেও সমস্যা নেই। আশা করা যায়, এটি আর ২য় বার লাগবে না।)
- Terms and conditions এ টিক চিহ্ন (✓) দিয়ে আবার Continue বাটনে ক্লিক করুন।
- এখন, টেম্পোরারি ইমেইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটি কপি করে এখানে পেস্ট করুন এবং Continue বাটনে ক্লিক করুন।
- Privacy Policy এ টিক চিহ্ন (✓) দিয়ে Home অপশন নির্বাচন করুন। এরপর Continue বাটনে ক্লিক করুন।
- প্রিমিয়াম নেয়ার জন্যে হয়তো বলতে পারে। সরাসরি Skip করুন।
ধাপ-৩: DNS অ্যাড্রেস সংগ্রহ করা
- Connect device বাটনে ক্লিক করুন।
- Set your device অপশনের নিচের ড্রপডাউন মেনু থেকে Android সিলেক্ট করুন।
- Device name এর যায়গায় যা ইচ্ছা দিন, সমস্যা নেই। এরপর Next বাটনে ক্লিক করুন।
- এখানে থাকা ২য় অপশনে Configure AdGuard DNS manually আছে। এটিতে ক্লিক করুন।
- এখানের ৩য় অপশনে থাকা DNS-টি কপি করে নিন।
(এড্রেসটি অনেকটা 55555b74.d.adguard-dns.com
এরকম হবে)
ধাপ-৪: অ্যান্ড্রয়েডে Private DNS সেট করা
- ফোনের Settings-এ যান। এখানে
Private DNS
লিখে সার্চ করুন।
- অথবা, Connections & Sharing এ প্রবেশ করুন। এবার Private DNS অপশন সিলেক্ট করুন।
(কিছু ডিভাইসে More Settings বা Network Settings অপশনেও এটি থাকতে পারে)
- Private DNS provider hostname নির্বাচন করুন।
(যদি আগে থেকে দেওয়া কোনো DNS থাকলে মুছে ফেলুন।)
- AdGuard থেকে কপি করা DNS অ্যাড্রেস এখানে পেস্ট করুন।
- Save করে বের হয়ে আসুন।
অন্যান্য ডিভাইসেও একইভাবে DNS যুক্ত করতে পারবেন।
ধাপ-৫: অ্যাড ব্লকিং যাচাই করা
- কিছুক্ষণ ব্রাউজ করার পর AdGuard DNS ড্যাশবোর্ডে গিয়ে দেখুন কতগুলো অ্যাড ব্লক হয়েছে।
- সাধারণত কয়েক মিনিটের মধ্যেই ব্লকড অ্যাড কাউন্টার শূন্য থেকে বেড়ে যাবে।
এরপর থেকে যেকোনো ওয়েবসাইট বা অ্যাপ ভিজিট করলে সেখানে থাকা বিজ্ঞাপন গুলো অটো ব্লক হবে। (ফেসবুক, ইউটিউবে ব্লক হবে না। ইউটিউবে অ্যাড ব্লক করতে চাইলে
এই পোস্টটি দেখতে পারেন।)
কেন টেম্পোরারি ইমেইল ব্যবহার করবেন?
AdGuard DNS-এ সাইনআপ করলে মাঝে মাঝে অপ্রয়োজনীয় বা বিব্রতকর ইমেইল আসতে পারে। তাই নিজের ব্যক্তিগত ইমেইল না দিয়ে টেম্পোরারি ইমেইল সার্ভিস (যেমন: temp-mail.org) ব্যবহার করাই বেশি সুবিধাজনক।
আরও কিছু সুবিধা
- অ্যান্ড্রয়েডের পাশাপাশি iOS, Windows, Linux, যেকোনো ব্রাউজারে এমনকি রাউটারে সেটাপ করেও ব্যবহার সম্ভব।
- ফেসবুক, ইউটিউব ব্যাতীত প্রায় সব স্থানের অ্যাড ব্লক করতে পারে।
- প্রায় কোনো স্থানে ঝামেলা ছাড়াই অ্যাড ব্লক করতে পারে।
(অন্য Private DNS এ কিছু কিছু ইস্যু দেখা যায়)
অসুবিধা
- প্রায় কোনো রকম কাস্টমাইজেশন করা যায় না।
- কিছু ওয়েবসাইট বা অ্যাপ সঠিকভাবে লোড নাও হতে পারে। (কদাচিৎ এই ইস্যু দেখা যায়)
- ফ্রি ভার্সনে লিমিটেশন থাকায় মাসের শেষে দুই একদিন হয়তো বিজ্ঞাপন দেখা যেতে পারে। এজন্যে প্রতিটা ডিভাইসে ভিন্ন ভিন্ন DNS ব্যবহার করা উত্তম।
আজ এই পর্যন্ত। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।
Written by
Naimur Rahaman
Muslim | Love to Learn, Read, Write | Dreamer of Change | Tech Enthusiast