প্রযুক্তি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন (Only Boys) Join Now!

কীভাবে CamScanner প্রিমিয়াম ফ্রিতে ব্যবহার করবেন?

কীভাবে CamScanner প্রিমিয়াম ফ্রিতে ব্যবহার করবেন?

কাগজপত্র বা বইয়ের পাতা স্ক্যান করার সবচেয়ে সহজ মাধ্যম CamScanner। বর্তমানে যদিও অনেক ফোনের ক্যামেরাতেও স্ক্যান ফিচার যুক্ত করেছে, আরও অনেক স্ক্যানার এসেছে। তবুও CamScanner-এর সব ফিচার একত্রে মিলে সবসময়ই একটা ভালো টুল। তাই, এটা বরাবরই এটি অনেকেরই পছন্দের একটা অ্যাপ।

সুবিধা

  • এখানে একসাথে বেশ কয়েকটি পৃষ্ঠাও স্ক্যান করা যায়।
  • স্ক্যান করার পর অ্যাপটি ছবিগুলোকে নিজ থেকে crop করে নেয়। (নিজেও ম্যানুয়ালি crop করা যায়)
  • এখানে থাকা ফিল্টারগুলো যথাযথভাবে ব্যবহার করলে সাধারণভাবে তোলা ছবির থেকে এর সাইজ কম হলেও পরিষ্কার বোঝা যায়।
  • এটির মাধ্যমে অনেক সহজেই PDF বানানো যায়।
  • এটির মাধ্যমে PDF-এ ওয়াটারমার্ক, পাসওয়ার্ড দেওয়া যায়।

অসুবিধা

এর ফ্রি ভার্সনে অনেক লিমিটেশন আর বিজ্ঞাপন আসে। এটি এড়িয়ে যাওয়ার জন্য অনেকেই এর মড ভার্সন ব্যবহার করে। কিন্তু, নিজের বানানো মডের বাইরে এসব ব্যবহার কখনই নিরাপদ না। কারণ, অন্য কেউ কী করেছে, তা জানার কোনো উপায় নেই।

ফ্রিতে প্রিমিয়াম কীভাবে পাবেন?

CamScanner ইডু মেইল দিয়ে ফ্রিতে প্রিমিয়াম অ্যাক্সেসের সুযোগ দেয়। এর মাধ্যমে বিজ্ঞাপন ও ওয়াটারমার্ক দূর হয়। (যা আমাদের মূলত প্রয়োজন)
  • প্রথমে tempumail.com লিংকে প্রবেশ করুন।
  • লিংকে প্রবেশ করলে Enter Username অপশন থেকে চাইলে ইচ্ছামতো ইউজারনেম দিতে পারেন।
  • ইমেইল এক্সটেনশন .edumail.edu.pl আছে কি না, নিশ্চিত হয়ে নিন।
  • Create এ ক্লিক করুন।
  • অথবা, এত ঝামেলা না করতে চাইলে Random অপশন সিলেক্ট করুন। তাহলে অটো জেনারেট হবে।
  • জেনারেট হয়ে গেলে Copy অপশনে ক্লিক করুন। তাহলে ইমেইলটা কপি হয়ে যাবে।
  • প্লে স্টোর থেকে CamScanner ইন্সটল করুন।
  • শুরুতে কিছু অপ্রয়োজনীয় জিনিস আসবে। স্ক্রোল করে সরিয়ে দিন।
  • অ্যাপ ওপেন হলে একদম ডান দিকে Me অপশনে ক্লিক করুন।
  • এবার Account অপশনে ক্লিক করুন।
  • Continue with Email অপশনে ক্লিক করুন।
  • নিচের Register new account অপশনে ক্লিক করুন।
  • এবার কপি করা ইমেইল আর একটা পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করে ফেলুন।
  • এখন একটা কোড চাবে। Tempumail.com এর যেখানে আপনি ইমেইল বানিয়েছিলেন, ওখানে গেলে দেখবেন, একটা মেইল এসেছে। সেটি ওপেন করলে কোড পাবেন।
  • এই কোড এখানে দিলেই একাউন্ট তৈরি হয়ে যাবে!
একাউন্ট তৈরি করলে অটো ইডু মেইলের কারণে বেসিক প্রিমিয়াম সার্ভিস পেয়ে যাবেন।

⚠ সতর্কতা

এটা চাইনিজ অ্যাপ। তাই, এক প্রকার তাদের ডেটা দান করে সার্ভিস নিতে হয়। সুতরাং, প্রিমিয়াম চালু করেই এটার ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে দেয়া উত্তম। বর্তমানে প্রায় সব ফোনেই এই ফিচার যুক্ত আছে।

আজ এই পর্যন্ত। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।

Written by
Naimur Rahaman
Naimur Rahaman
Muslim | Love to Learn, Read, Write | Dreamer of Change | Tech Enthusiast

মন্তব্য করুন

টেলিগ্রামের অফিশিয়াল কমেন্ট সিস্টেম

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.