কোনো সফটওয়্যার প্রয়োজন হলে একজন সাধারণ মানুষ যেমন Google Play Store এ যায়, তেমনই ওপেন সোর্স লাভাররা F-Droid এ যায়। কিন্তু, সবথেকে বড় প্রশ্ন হলো, কী এই F-Droid?
আজকের এই পোস্টে এই
F-Droid নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।
F-Droid কী?
F-Droid হলো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি
ওপেন সোর্স অ্যাপ স্টোর। একে অনেকটা গুগল প্লে স্টোরের বিকল্প বলা যায়। তবে পার্থক্য হলো, এখানে শুধুমাত্র
ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার (FOSS) পাওয়া যায়। এসব অ্যাপে বিজ্ঞাপন, ট্র্যাকার কিংবা লুকানো গোপন কোনো কোড থাকে না। ফলে ব্যবহারকারীরা নিশ্চিন্তে অ্যাপ ইনস্টল করতে পারে।
F-Droid এর ইতিহাস
F-Droid প্রথম চালু হয়
২০১০ সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন
Ciaran Gultnieks। শুরুতে এটি তৈরি করা হয়েছিল
Aptoide নামক আরেকটি ওপেন সোর্স অ্যাপ স্টোরের সোর্স কোড থেকে fork (ফোর্ক) করে।
প্রাথমিকভাবে প্রোজেক্টটি পরিচালিত হতো একটি ইংরেজি অলাভজনক সংস্থা,
F-Droid Limited এর মাধ্যমে। তবে সময়ের সাথে সাথে এর কাঠামো পরিবর্তিত হয় এবং ২০২১ সালের পর থেকে সংস্থাটি ডোনেশন সংক্রান্ত কাজে আর ব্যবহার হচ্ছিল না।
F-Droid এর মূল উদ্দেশ্য ছিল অ্যান্ড্রয়েডের জন্য সম্পূর্ণ ফ্রি ও ওপেন সোর্স অ্যাপ সরবরাহ করা। অর্থাৎ, এমন সফটওয়্যার যেগুলো ফ্রি সফটওয়্যার লাইসেন্সে প্রকাশিত এবং ব্যবহারকারীর প্রাইভেসি বজায় রাখে। অ্যাপগুলোর মধ্যে যদি বিজ্ঞাপন, ট্র্যাকার বা নন-ফ্রি লাইব্রেরি থাকে, সেগুলোকে আলাদা করে
“Anti-features” ট্যাগ দিয়ে চিহ্নিত করা হয়।
যদিও Google Play Store এর তুলনায় F-Droid-এর অ্যাপ সংখ্যা অনেক কম, তারপরও
ওপেন সোর্স, নিরাপত্তা এবং প্রাইভেসি কেন্দ্রিক হওয়ার কারণে এটি একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে বেশ ভালো পরিমাণে পরিচিতি লাভ করেছে।
তথ্যসূত্র:
১. উইকিপিডিয়া প্রতিবেদন
সুবিধা
- সম্পূর্ণ ফ্রি ও ওপেন সোর্স: এখানে থাকা সব অ্যাপ ফ্রি সফটওয়্যার লাইসেন্সে প্রকাশিত। এছাড়া, সোর্স কোড উন্মুক্ত থাকায় যে কেউ অ্যাপের ভেতরের কাজ নিজে পরীক্ষা করে দেখতে পারবে।
- প্রাইভেসি-ফ্রেন্ডলি: বেশিরভাগ অ্যাপেই ট্র্যাকিং বা অপ্রয়োজনীয় ডেটা সংগ্রহ করে না। যদি কোনো অ্যাপে বিজ্ঞাপন, ট্র্যাকার বা নন-ফ্রি লাইব্রেরি থাকে, সেগুলো আলাদা করে “Anti-features” ট্যাগ দিয়ে চিহ্নিত করা হয়।
- অ্যাপগুলো F-Droid নিজে কম্পাইল ও সাইন করে প্রকাশ করে, যা নিরাপত্তা এক ধাপ এগিয়ে নিয়ে যায়।
- সাধারণত অ্যাপগুলোতে কোনো বিরক্তিকর বিজ্ঞাপন থাকে না।
- এমন অনেক অ্যাপ পাওয়া যায় যা প্লে স্টোরে নেই।
- ব্যবহার করতে অ্যাকাউন্ট খোলা বা লগইন করার প্রয়োজন হয়না।
অসুবিধা
- Google Play Store এর তুলনায় এখানে অ্যাপ অনেক কম। জনপ্রিয় অনেক অ্যাপ (যেমন: Facebook, WhatsApp বা Netflix) এর মতো অ্যাপ এখানে পাওয়া যায় না। [কারণ এখানে শুধুমাত্রই ওপেন সোর্স অ্যাপ রাখা হয়]
- Play Store এর মতো স্মার্ট সাজেশন বা রিভিউ সিস্টেম নেই।
- প্রতিটি অ্যাপ F-Droid টিম বিল্ড করে রিলিজ দেয়, তাই আপডেট পেতে কিছু ক্ষেত্রে বেশি সময় লাগে।
(এক্ষেত্রে Obtainium এর মতো অ্যাপ বেশ কাজে দিতে পারে। পরবর্তিতে এই নিয়ে বিস্তারিত লিখলে লিংক যুক্ত করে দেবো।)
- নতুন ইউজারদের জন্য ম্যানুয়ালি রিপোজিটরি সেটআপ করে অ্যাপ ইনস্টল করার প্রক্রিয়া জটিল মনে হতে পারে।
- *Play Store এর মতো সহজে অ্যাপ আপলোড, মনিটাইজ বা অনেক ক্ষেত্রে বড় ইউজারবেস পাওয়া যায় না।
F-Droid ব্যবহার পদ্ধুতি
সরাসরি
ওয়েবসাইট কিংবা অ্যাপ এর মাধ্যমে F-Droid ব্যবহার করতে পারবেন। F-Droid এর
নিজস্ব ক্লায়েন্ট অ্যাপ আছে কিন্ত সেটা অতটা সুবিধাজনক না। এক্ষেত্রে
Droid-ify কিংবা
Neo Store এর একটা বেটার সলুশন হতে পারে।
- Droid-ify: যারা একদম সাধাসিধা অ্যাপ চান যেখানে কোনো ঝামেলাই নেই, তারা Droid-ify ব্যবহার করতে পারেন।
- Neo Store: যারা এর পাশাপাশি কাস্টমাইজেশন চান, তারা চাইলে Neo Store ব্যবহার করতে পারেন।
যেকোনো ক্লায়েন্টেই এখানে থাকা অ্যাপগুলোর পাশাপাশি ম্যানুয়ালি
রিপোজিটরি সেটআপ করে এর বাহিরে অ্যাপ ইনস্টল করা সম্ভব।
F-Droid আর IzzyOnDroid এর মধ্যে তুলনা
ওপেন সোর্স অ্যাপ স্টোর নিয়ে আলোচনা হলে F-Droid এর পাশাপাশি
IzzyOnDroid এর নাম আসে। যদিও দুটিই ওপেন সোর্স ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ রিপোজিটরি, তবে এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। একদম মূল পার্থক্য:
- F-Droid:
✓ শুধুমাত্র ফ্রি ও ওপেন সোর্স সফটওয়্যার (FOSS) গ্রহণ করে এবং প্রতিটি অ্যাপ নিজে বিল্ড ও যাচাই করে প্রকাশ করে।
✓ এর অ্যাপ প্রকাশ প্রক্রিয়া তুলনামূলক ধীর কারণ প্রতিটি অ্যাপ বিল্ড, রিভিউ এবং যাচাই করতে সময় লাগে।
✓ এখানে কোনো অ্যাপ আপডেট পেতে হলে সেটি F-Droid টিম দ্বারা নতুন করে বিল্ড ও সাইন করতে হয়। অন্যদিকে, IzzyOnDroid
- IzzyOnDroid:
✓ এখানে মূলত GitHub বা অন্যান্য সোর্সে প্রকাশিত অ্যাপের সরাসরি APK সংগ্রহ করে রিপোজিটরিতে যুক্ত করে, তাই এতে কিছু ক্লোজড সোর্স অংশ থাকতে পারে।
✓ এটি দ্রুত আপডেট দিতে পারে। কারণ, এটি ডেভেলপারদের প্রকাশিত APK সরাসরি রিপোজিটরিতে যুক্ত করে, তবে নিরাপত্তা যাচাই ততটা কঠোর নয়।
✓ এটি ডেভেলপারের দেওয়া APK সাইন ব্যবহার করে, তাই নতুন ভার্সন অনেক দ্রুত আসে।
❖ সহজভাবে বলতে গেলে:
✓ F-Droid = ধীর কিন্তু নিরাপদ ও পুরোপুরি ওপেন সোর্স।
✓ IzzyOnDroid = দ্রুত আপডেট, কিন্তু নিরাপত্তা ও পুরোপুরি ওপেন সোর্সের নিশ্চয়তা কম।
সংক্ষেপে সারাংশ
F-Droid হলো তাদের জন্য যাঁরা প্রাইভেসি সচেতন, বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা চান এবং ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করতে পছন্দ করেন। যদিও এতে সব ধরনের অ্যাপ পাওয়া যায় না, তবে নিরাপত্তা, স্বচ্ছতা এবং স্বাধীনতার দিক থেকে এটি নিঃসন্দেহে গুগল প্লে স্টোরের একটি শক্তিশালী বিকল্প।
আপনি যদি প্রযুক্তিপ্রেমী হন এবং আপনার ডিভাইসে অপ্রয়োজনীয় ট্র্যাকিং এড়িয়ে চলতে চান, তাহলে অবশ্যই আপনার F-Droid ব্যবহার করা উচিৎ।
আজ এই পর্যন্ত। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।
Written by
Naimur Rahaman
Muslim | Love to Learn, Read, Write | Dreamer of Change | Tech Enthusiast