প্রযুক্তি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন (Only Boys) Join Now!

ওপেন সোর্স ডাউনলোডার

ওপেন সোর্স ডাউনলোডার

উটিউব, ফেসবুক ভিডিও কিংবা অন্য যে কোনো জায়গা থেকে ডাউনলোডের ক্ষেত্রে Snaptube, Vidmate-এর মতো অ্যাপগুলো বেশ জনপ্রিয়। কিন্তু Snaptube কিংবা Vidmate—উভয়েরই দুটি বড় ইস্যু হলো অতিরিক্ত অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন এবং তার থেকেও অপ্রাসঙ্গিক ও অসস্তিকর নোটিফিকেশন। এই দুটো থেকে মুক্তি পেতে অনেকেই এগুলোর মড ভার্সন ব্যবহার করে থাকে। আজ এর ৩টি অল্টারনেটিভ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।

অ্যাপ-০১: YTDLnis

Near to All Website
YTDLnis নাম দেখে সাধারণ ইউটিউব ভিডিও ডাউনলোডার কিছু মনে হলেও, এটা এর চেয়ে অনেক বেশি কিছু। এর সুবিধা ও অসুবিধা সব এক নজরে –

সুবিধাঃ
১। ফ্রি ও ওপেন সোর্স (সোর্স কোড)
২। ইউটিউব, ফেসবুকসহ প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিও কিংবা অডিও ফাইল ডাউনলোড করা যায়।
৩। কোনো প্রকার বিজ্ঞাপন নেই।
৪। UI যথেষ্ট সুন্দর।
৫। SponsorBlock এর মাধ্যমে ভিডিওতে থাকা ইন্টারনাল স্পনসর, ইন্ট্রো, আউট্রো বা অন্য অপ্রয়োজনীয় অংশগুলো রিমুভ করে ডাউনলোড করা সম্ভব।
৬। ভিডিও/অডিও ডাউনলোডের সময়ই সেখানে ক্রপ করার সুযোগ আছে। চাইলে ভিডিওর শুধু একটি নির্দিষ্ট অংশ ডাউনলোড করা সম্ভব।
৭। Snaptube কিংবা Vidmate-এর মতো বারবার জোর করে আপডেট করায় না।
৮। নিজের অজান্তে কোনো অপ্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড হয় না। (যেটা Snaptube, Vidmate—উভয়েরই একটি ঝামেলাদায়ক ইস্যু)
৯। Vidmate দিয়ে ডাউনলোড করা অনেক ভিডিও PLAYit ছাড়া চালানো যায় না—এইরকম কোনো সমস্যা এই অ্যাপে নেই।

অসুবিধাঃ
১। অন্যান্য ওপেন সোর্স প্রজেক্টের তুলনায় একটু ভারী মনে হতে পারে। তবে, তা Snaptube কিংবা Vidmate-এর তুলনায় অনেক হালকা।
২। কোনো আপডেট আসলে যদি আপডেট না করা হয়, তাহলে ইউটিউব ভিডিও ঠিকভাবে ডাউনলোড নাও হতে পারে। (এর মূল কারণ, ইউটিউব নতুন নতুন আপডেটে অনেক পরিবর্তন আনে, যার কারণে ওই সময় অন্য অ্যাপগুলোও ঠিকভাবে কাজ করে না।)

YTDLnis Near to All Website
নোট: এই অ্যাপের যেসব ইস্যু আছে, সেগুলো আসলে তেমন কোনো সমস্যা নয়। তাই, যারা Snaptube বা Vidmate-এর ওপেন সোর্স অল্টারনেটিভ খুঁজছিলেন, আশা করি এটা ব্যবহার করে সন্তুষ্ট থাকতে পারবেন ইনশাআল্লাহ।

অ্যাপ-০২: Seal

Near to All Website
Seal অন্যতম জনপ্রিয় একটি ভিডিও ডাউনলোডার এটি। বিভিন্ন ইউটিউবার ও ব্লগে এটির প্রমোশন করতেও দেখা যায়। নিচে এর সুবিধা ও অসুবিধাগুলো এক নজরে দেওয়া হলো –

সুবিধা:
১। ফ্রি ও ওপেন সোর্স (সোর্স কোড)
২। ইউটিউব, ফেসবুকসহ প্রায় সব সামাজিক মাধ্যমে থেকে ভিডিও বা অডিও ফাইল ডাউনলোড করা যায়।
৩। কোনো ধরনের বিজ্ঞাপন নেই।
৪। SponsorBlock এর মাধ্যমে ভিডিওর ইন্ট্রো, আউট্রো, স্পনসর সেগমেন্ট ইত্যাদি বাদ দিয়ে ডাউনলোড করা সম্ভব।
৫। Snaptube বা Vidmate এর মতো জোর করে আপডেট করাতে চায় না।
৬। নিজের অজান্তে অন্য কোনো অ্যাপ ডাউনলোড হয় না (যা Snaptube বা Vidmate-এর সাধারণ সমস্যা)।
৭। Vidmate দিয়ে ডাউনলোড করা অনেক ভিডিও শুধুমাত্র PLAYit অ্যাপে চলে – এই অ্যাপে এমন কোনো সমস্যা নেই।
৮। অ্যাপ না আপডেট করেও yt-dlp আলাদাভাবে আপডেট করা যায়।

অসুবিধা:
১। ডাউনলোড ফেচ (fetch) হতে তুলনামূলক বেশি সময় লাগে। Snaptube বা Vidmate-এ সাধারণত ইনস্ট্যান্ট ডাউনলোড শুরু হয়। (YTDLnis এর তুলনায় দ্রুত ফেচ হয়।)
২। মাঝে মাঝে ডাউনলোড ফেইল্ড হয়ে যায়, তবে পরবর্তীতে আবার চেষ্টা করলে ঠিক হয়ে যায়।।
৩। নতুন ব্যবহারকারীদের কাছে শুরুতে এর ব্যবহার প্রসেস কিছুটা জটিল মনে হতে পারে।

Seal Near to All Website
নোট: এই অ্যাপের যেসব ইস্যু আছে, তবুও সেগুলো Snaptube বা Vidmate এর তুলনায় ভালো। তাই, যারা Snaptube বা Vidmate এর ওপেন সোর্স অল্টারনেটিভ খুঁজছিলেন, আশা করি এটা ব্যবহার করে সন্তুষ্ট থাকতে পারবেন ইনশাআল্লাহ।

অ্যাপ-০৩: NewPipe

Only from YouTube
NewPipe কারও যদি শুধু ইউটিউব ভিডিও বা অডিও ডাউনলোডের প্রয়োজন থাকে, তাহলে NewPipe-এর উপর কিছু হয় না। এর মাধ্যমে ভিডিও অডিও সব ফর্ম্যাটে অনেক ভালো স্পিডের সাথে ডাউনলোড করা যায়। এর সুবিধা-অসুবিধা সব এক নজরে –

সুবিধাঃ
১। ফ্রি ও ওপেন সোর্স (সোর্স কোড)
২। এটিতে ইউটিউব ভিডিও বিজ্ঞাপন ছাড়াই দেখা যায়। তাই, এটি ইউটিউবের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা সম্ভব। (বিস্তারিত)
৩। মোটামুটি সব ফর্ম্যাটের ভিডিও অডিও ডাউনলোড করা যায়।
৪। ডাউনলোড স্পিড ইউটিউবের ডাউনলোড স্পিডের মতোই। অর্থাৎ, অনেক দ্রুত ডাউনলোড করতে পারবেন।
৫। Vidmate দিয়ে ডাউনলোড করা অনেক ভিডিও PLAYit ছাড়া চালানো যায় না। এইরকম কোনো ইস্যু এই অ্যাপে নেই।

অসুবিধাঃ
১। ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মের ভিডিও ডাউনলোড করা যায় না।
২। SponsorBlock এর মাধ্যমে ভিডিওতে থাকা ইন্টারনাল স্পনসর, ইন্ট্রো, আউট্রো বা অন্য অপ্রয়োজনীয় অংশগুলো রিমুভ করে ডাউনলোড করা যায় না।
৩। ডাউনলোডের সময় অ্যাপ কেটে দিলে অনেক সময় অ্যাপ ক্র্যাশ করে। (কারও ফোনে এই ইস্যু হয়, কারও ফোনে এই ইস্যু হয় না)

NewPipe Only from YouTube
নোট: আমি নিজে ব্যক্তিগতভাবে ইউটিউবের কোনো কিছু ডাউনলোড করতে হলে এটি ব্যবহার করে থাকি। আপনারাও চাইলে এটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করি খারাপ লাগবে না ইনশাআল্লাহ।

এক নজরে তুলনা

ফিচার YTDLnis Seal NewPipe
🌍 সোর্স সব প্ল্যাটফর্ম সব প্ল্যাটফর্ম শুধু ইউটিউব
📦 ওপেন সোর্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
🛡️ অ্যাডফ্রি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
🔍 SponsorBlock হ্যাঁ হ্যাঁ না NewPipe অ্যাপ এ SponsorBlock আছে কিন্তু ডাউনলোড করার সময় এই অংশগুলো কাট করতে পারে না।
✂️ কাস্টম ক্রপিং হ্যাঁ না না
📶 ডাউনলোড স্পিড ভালো ভালো ভালো
🤖 ইউজার ইন্টারফেস অনেক সুন্দর মোটামুটি সুন্দর সিম্পল
📥 yt-dlp হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
🧩 Fetch Speed তূলনামুলক দ্রুতই তূলনামুলক ধীরে খুব দ্রুত
🛠️ ঝামেলা কম মাঝে মাঝে সমস্যা নির্ভর করে ফোনে

আজ এই পর্যন্ত। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।

Written by
Naimur Rahaman
Naimur Rahaman
Muslim | Love to Learn, Read, Write | Dreamer of Change | Tech Enthusiast

মন্তব্য করুন

টেলিগ্রামের অফিশিয়াল কমেন্ট সিস্টেম

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.