প্রযুক্তি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন (Only Boys) Join Now!

আবেদনের জন্যে ছবি ও স্বাক্ষর প্রস্তুত করবেন যেভাবে

আবেদনের জন্যে ছবি ও স্বাক্ষর প্রস্তুত করবেন যেভাবে
নার্স এডমিশনের আবেদন হোক কিংবা চাকরীর আবেদন, উভয় ক্ষেত্রেই আমাদের ছবিকে আবেদন উপযোগী করে নিতে হয়। আজ আমরা দেখাবো, কিভাবে ঘরে বসে নিজের ফোন বা কম্পিউটারে নিজেই আবেদন উপযোগী ছবি প্রস্তুত করতে পারবেন।

আবেদনের সময় সবথেকে বেস্ট হল স্টুডিওতে ছবি তুলে তার স্ক্যান কপি ব্যাবহার করা। কিন্তু, সবসময় এই সুযোগ থাকে না। অনেক সময় দ্রুত করার জন্যে নিজের ফোনে থাকা ছবি ব্যাবহার করেও এপ্লাই করার প্রয়োজন হয়। আজ দেখাবো কীভাবে একদম ক্যাজুয়াল একটা ছবিকে আবেদনে ব্যাবহার উপযোগী করবেন।

আবেদনের ক্ষেত্রে সাধারণ কিছু শর্ত

প্রথমত, ছবির ক্ষেত্রে তিনটি বিষয় ঠিক করা লাগে।

১। ব্যাকগ্রাউন্ড
২। রেজুলেশন
৩। সাইজ

এর কোনো একটা এদিক সেদিক হলেও সমস্যা হতে পারে।
Warning! কোনো আবেদনেই সেলফি গ্রহণযোগ্য নয়। তাই সবসময় এটি এড়িয়ে চলুন।
সাধারণ কিছু শর্ত:
  • ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হলে সবথেকে ভালো হয়। সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি প্রায় সব ধরণের আবেদনে ব্যাবহার করা যায়।
  • রেজুলেশন সাধারণত ৩০০×৩০০ প্রয়োজন হয়। এর বাহিরে যেকোনো রকম রেজুলেশন চাওয়া হোক না কেনো, সেটিতে রূপান্তর করা খুব একটা কঠিন কিছু না।
  • ছবির সাইজ সাধারণ 100kb এর নিচে হতে হয়।

কী কী ওয়েবসাইট ব্যবহার করা হবে?

এই তিনটা কাজের জন্যে আমরা ২টি ওয়েবসাইট ব্যাবহার করবো।

১। Remove.bg
২। ImageResizer.com
Remove.bg এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ঠিক করা যাবে
ImageResizer.com এর মাধ্যমে রেজুলেশন ও ফাইল সাইজ ঠিক করা যাবে

সাজেশন

আপনাদের সুবিধার্থে এটি ভালোভাবে বোঝানোর জন্যে ইউটিউব ভিডিওতে ফোন ও কম্পিউটার উভয় যায়গাতে একসাথে এডিট করে দেখানো হয়েছে। চাইলে ভিডিওটি দেখতে পারেন।

ব্যাকগ্রাউন্ড প্রস্তুত করা

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ
  • Remove.bg লিংকে প্রবেশ করুন।
  • অথবা, গুগলে গিয়ে সার্চ করুন remove.bg।
  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, সেটিতে ক্লিক করুন।

ধাপ ২: ছবি আপলোড করুন
  • ওয়েবসাইটে ঢুকলেই Upload অপশন দেখতে পাবেন।
  • ফোন বা কম্পিউটার — দুই জায়গাতেই একইভাবে কাজ করবে।
  • আপলোড অপশনে ক্লিক করে যে ছবিটি এডিট করতে চান সেটি সিলেক্ট করুন।

ধাপ ৩: ব্যাকগ্রাউন্ড রিমুভ
  • ছবি সিলেক্ট করার পর স্বয়ংক্রিয়ভাবে প্রসেসিং শুরু হবে।
  • কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে।

ধাপ ৪: সাদা ব্যাকগ্রাউন্ড সেট করা
  • এখন + Background অপশনে ক্লিক করুন।
  • দুটি অপশন আসবে: Photo ও Color।
  • এক রঙের ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে Color সিলেক্ট করুন।
  • এখানে থেকে সাদা রঙ বেছে নিন — দেখবেন ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে।

ধাপ ৫: ছবি ডাউনলোড
  • নীল রঙের Download বাটনে ক্লিক করুন।
  • ফোনে ডাউনলোড বাটনটি সাধারণত নিচের বাম পাশে থাকে।
  • যদি সাথে সাথে না দেখায়, তাহলে একটু স্ক্রোল করে নিন।
  • এক ক্লিকেই আপনার ছবি ডাউনলোড হয়ে যাবে।

এভাবে সহজেই কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সাদা রঙে সেট করতে পারবেন, কোনো জটিল সফটওয়্যার ছাড়াই।

রেজুলেশন ঠিক করা

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ
  • ImageResizer.bg লিংকে প্রবেশ করুন।
  • অথবা, গুগলে গিয়ে সার্চ করুন imageResizer.bg।
  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, সেটিতে ক্লিক করুন।

ধাপ ২: ছবি আপলোড করুন
  • ওয়েবসাইটে ঢুকলেই Select Image অপশন দেখতে পাবেন।
  • এখানে ক্লিক করে ছবি সিলেক্ট করুন।
  • উদাহরণ হিসেবে আমরা আগের ধাপে ব্যাকগ্রাউন্ড ঠিক করা ছবিটি ব্যবহার করছি।

ধাপ ৩: রিসাইজ অপশন খুঁজে বের করুন
  • ছবি আপলোড হলে একটি নতুন পেজ আসবে, যেখানে বড় আকারে ছবিটি দেখা যাবে।
  • কম্পিউটারে: রিসাইজ অপশন থাকবে বাম দিকে।
  • ফোনে: স্ক্রিনের নিচের দিকে রিসাইজ অপশন পাওয়া যাবে।
  • এছাড়াও এখানে Crop, Flip & Rotate অপশন আছে (প্রয়োজনে ব্যবহার করতে পারেন)।

ধাপ ৪: Aspect Ratio আনলক করা
  • ফোনে Resize অপশনে ক্লিক করলে প্রথমেই Resize Settings আসবে।
  • পিসিতে এই সেটিং সরাসরি বাম দিকের মেনুতেই পাবেন।
  • এর নিচে Lock Aspect Ratio নামে একটি অপশন থাকবে, যেখানে সাধারণত নীল টিক মার্ক দেওয়া থাকে।
  • প্রথমে এই টিক মার্ক আনমার্ক করে নিন (ক্লিক করলেই হবে)।

ধাপ ৫: কাস্টম সাইজ সেট করা
  • আমরা উদাহরণ হিসেবে ছবিটিকে 300×300 পিক্সেলে রিসাইজ করবো।
  • Width-এ দিন 300 এবং Height-এ দিন 300।
  • আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো সাইজ এখানে দিতে পারবেন।

ধাপ ৬: Background Fill সেট করা
  • রিসাইজ সেকশনের নিচে Background Fill নামে একটি অপশন আছে।
  • এর কাজ হলো, যদি আপনার ছবির সাইজ অনুপাতে না হয় (যেমন 200×300 ছবিকে 300×300 করা), তবে যে ফাঁকা জায়গা থাকবে সেটি কোন রঙে ভরাট হবে তা ঠিক করা।
  • ডিফল্ট হিসেবে কালো রঙ থাকে। কালো রঙের বক্সে ক্লিক করলে সাদা রঙের অপশন আসবে।
  • আমরা এখানে সাদা রঙ সিলেক্ট করবো।

এভাবে খুব সহজেই ImageResizer.com ব্যবহার করে যেকোনো ছবি নির্দিষ্ট সাইজে কনভার্ট করতে পারবেন। আপনি চাইলে এই অবস্থাতেই ডাউনলোড করতে পারেন অথবা একবারেই ফাইল সাইজ ঠিক করেও ডাউনলোড করতে পারেন। নিচে এটি দেখিয়ে দিচ্ছি।

ফাইল সাইজ ঠিক করা

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ
  • ImageResizer.bg লিংকে প্রবেশ করুন।
  • অথবা, গুগলে গিয়ে সার্চ করুন imageResizer.bg।
  • প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, সেটিতে ক্লিক করুন।

ধাপ ২: ছবি আপলোড করুন
  • ওয়েবসাইটে ঢুকলেই Select Image অপশন দেখতে পাবেন।
  • এখানে ক্লিক করে ছবি সিলেক্ট করুন।
  • উদাহরণ হিসেবে আমরা আগের ধাপে ব্যাকগ্রাউন্ড ঠিক করা ছবিটি ব্যবহার করছি।

ধাপ ৩: এক্সপোর্ট সেটিংস খুঁজে বের করুন
  • একদম নিচে স্ক্রোল করলে Export Settings সেকশন পাবেন।
  • সেখানে Save Image As অপশনে ডিফল্টভাবে Original সিলেক্ট করা থাকে।

ধাপ ৪: JPG ফরম্যাট সিলেক্ট করা
  • বেশিরভাগ আবেদন বা অফিসিয়াল কাজের জন্য JPG ফরম্যাটে ছবি প্রয়োজন হয়।
  • তাই এখানে JPG নির্বাচন করুন।

ধাপ ৫: টার্গেট ফাইল সাইজ নির্ধারণ করা
  • JPG সিলেক্ট করলে উপরে Target File Size নামে একটি নতুন অপশন আসবে।
  • সাধারণত বিভিন্ন আবেদনে 100KB এর নিচে ছবি প্রয়োজন হয়।
  • এখানে 100 লিখুন।
  • পাশে ইউনিট হিসেবে KB (কিলোবাইট) সিলেক্ট করা থাকবে।

ধাপ ৬: ছবি রিসাইজ ও ডাউনলোড করা
  • এখন একদম নিচে থাকা নীল রঙের Resize Image বাটনে ক্লিক করুন।
  • (ফোনে এই বাটনে শুধু Resize লেখা থাকে)
  • এরপর Download Image বাটনে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে।

এভাবে খুব সহজেই ImageResizer.com ব্যবহার করে যেকোনো ছবির ফাইল সাইজ কমিয়ে নিতে পারবেন।

কিছু কথা

ছবি ডাউনলোড করে ওপেন করার পর মনে একটা প্রশ্ন আসতে পারে যে, ভাই ছবি তো ঘোলা ঘোলা লাগে। এখন, সত্যি বলতে যে রেজুলেশনে আর যেই সাইজে ছবিটা কনভার্ট করা হয়েছে, তাতে কোয়ালিটি ধরে রাখা এক প্রকার কঠিনই বলা যায়। তবে, কোনো প্রবেশপত্রে তো আর এত বড় ছবি হবে না। সেখানে ছোট আকারে ছবি থাকবে। সেখানে কিন্তু ঘোলা লাগে না। ইউটিউব ভিডিওতে এইটি আলাদাভাবে দেখানো হয়েছে। তাই, চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন।

ভিডিও


YouTube
   

Facebook
   

Mahfil



Written by
Naimur Rahaman
Md Abdullah Al Khalid Alif
Creative Developer | Passionate About Tech | Always Learning About New Technology

মন্তব্য করুন

টেলিগ্রামের অফিশিয়াল কমেন্ট সিস্টেম

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.