প্রযুক্তি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন (Only Boys) Join Now!

অপু-০৪: প্রজাপতি

প্রজাপতি বাহ্ খুব সুন্দর তো, কী সুন্দর তার ডানা। কখোনো হলুদ, কখনো সাদা, কখনো কালো, কখোনোবা নিল। তবে যে রং থেক না কেন তা সবগুলোতেই সুন্দর। তার ডানা মোটামুটি অন্যগুলোর চেয়ে বড়। দেহটা ছোট। ঘুরে বেড়ায় ফুলে ফুলে কখনোবা ঝোপ ঝাঁড়ের সামনে। দেখলেই মনে হয় ছবি তুলে নেই।

ও! ভালো বুদ্ধি। এই কথা বলে অপু ক্যমেরা আনল। কিন্তু এনে দেখে প্রজাপতি উড়ে গেছে।

অপু ঠিক করল তার বন্ধুর মিলে প্রজাপতির ছবি তুলে বেড়াবে। সে তার বন্ধুদেরকে বললো। তারাও রাজিও হলো। ঠিক করল শুক্রবার ছবি তুলবে।

আজ শুক্রবার। অপুর বন্ধুরা তাদের কথামতো শুক্রবার অপুর বাড়িতে আসলো। এখন তারা জঙ্গলের ফুলের গাছগুলোর আশেপাশে ঘুরছে।

– অনেক্ষণ তো ঘুরলাম। প্রজাপতির তো দেখাই নেই।
– প্রজাপতিরা বড়লোক হয়ে গেছে। তাই তারা জঞ্জাল ছেড়ে শহরে বাড়ি বানিয়েছে।
– ধৈর্য ধর। ধৈর্যের ফল মিষ্টি হয়।
– ফল বাদ দিয়ে প্রজাপতি খুঁজ।
– এত শব্দ করলে প্রজাপতিরা জঙ্গল ছেড়ে পালাবে।
– প্রজাপতি কী চোর যে আমাদের.. পুলিশ ভেবে পালাবে?
– আরে ওটা কথার কথা।
– কথার কথা ফেলে প্রজাপতি খুঁজ।
– সার্চিং বাট নন ফাউন্ডেড।
– তোর মোবাইল ভাষণ বাদ দে।
– প্রকৃতি ভার্সন কানেক্টিং। কানেকশন ফেইল্ড।
– কানেকশন ফেইল্ড বাদ দিয়ে সোজা বাংলায় কথা বল।
– ওকে।
– আবার!
– ঠিক আছে।
– ওকে।
– এবার তো তুই বললি।
– আরে বাদ দে তো। যাইহোক, অপু কই রে। ওকে তো দেখছি না।
– ঠিকি তো। অনেক্ষণ ধরে আমিও দেখছি নাই।
– হারালো নাকি?
– ওকে কী বাচ্চা ভাবিস?
– ১৮ বছরের নিচে সবাই শিশু।
– নিজেদের মধ্যে ঝগড়া না করে অপুকে খুঁজ।

সবাই খুজছে।

– ওই তো অপু! অপু, অপু....

অপু নড়ছে না।

– সে মনে হয় ভুত দেখছে। দেখি তো।

দেখে ওরাও হা। কী অপরূপ দৃশ্য!

অপু দাড়িয়ে আছে। তার সামনে একটা ফুলের গাছে অনেক গুলো প্রজাপতি।

– ছবি তুল দ্রুত।
– তু......

সবাই এক নজরে তাকিয়ে আছে। যেন চেখের পলক যেন পড়ছে না। এমন সময় এলো বাতাস। বাতাসের কারণে সব প্রজাপতি অন্যদিকে উড়ে গেলো।

– ছবি তুলেছিস?
– কী? না মানে... হ্যাঁ... মানে.....
গল্পের তথ্য গল্পের নাম : প্রজাপতি
ধরণ : সাধারণ
সংগ্রহ : অপু সিরিজ ছোটগল্প
লেখক : নাঈমুর রহমান
বি:দ্র: এই গল্পগুলো ২০১৭ সালের দিকে লেখা। তাই, এখানে তথ্যগত কোনো ভুল থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

মন্তব্য করুন

টেলিগ্রাম ভিত্তিক কমেন্ট সিস্টেম

إرسال تعليق

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.