প্রযুক্তি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন (Only Boys) Join Now!

ফোন অ্যাডিকশন কমাতে আমার পছন্দের ২টি অ্যাপ

ফোন অ্যাডিকশন কমাতে আমার পছন্দের ২টি অ্যাপ

দিও অ্যাডিকশন কমানো পুরোটাই মনের দৃঢ় ইচ্ছাশক্তির উপর নির্ভর করে তাও দীর্ঘ সময়ের জন্য তোমার সিদ্ধান্তে অটল থাকতে সাহায্য করবে এমন দুইটা অ্যাপ নিয়ে কথা বলবো।

অ্যাপ-০১: Digital Detox

স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ
Digital Detox Digital Detox এমন একটি অ্যাপ যা আপনাকে স্ক্রিন টাইম কমাতে এবং যেসব অ্যাপ ডিস্ট্রাকশন তৈরি করে সেগুলো থেকে দূরে থাকতে সহায়তা করবে। এর সুবিধার দিকগুলো এক নজরে –

সুবিধাঃ
📵 নির্ধারিত সময়ের জন্য অ্যাপ ব্লক করা।(প্রয়োজনীয় অ্যাপ আলাদা রাখা যায়)
⏳ নির্দিষ্ট সময়ে ব্রেক নেওয়ার জন্য রিমাইন্ডার।
💤 সিডিউল অনুযায়ী ডিটক্স মোড অন অফ।

Warning!
টাইমার খুব সাবধানে দিয়েন,কারণ একবার ঠিকঠাক মত ডিভাইস এডমিন একসেস দিয়ে এই অ্যাপ সেট করে টাইমার দিলে টাইম শেষ না হওয়া পর্যন্ত এটা অফ করার কোনো উপায় থাকে না, আনইনষ্টল ও করতে পারবেন না।

Digital Detox Focus & Live

অ্যাপ-০২: Yeolpumta(YPT)

নিজেদের কমিনিউটির সাথে পড়াশুনা
Yeolpumta Yeolpumta বা সংক্ষেপে YPT এর মাধ্যমে নিজেদের কমিউনিটির সাথে পড়াশোনা করতে পারবে। এর সুবিধার দিকগুলো এক নজরে –

সুবিধাঃ
👥 এখানে অনেক কমিউনিটি গ্রুপ আছে,আপনার লেভেল (SSC,HSC,Admission, university)অনুযায়ী বিভিন্ন গ্রুপে যুক্ত হতে পারবেন। বন্ধুদের বা আপনার গ্রুপের মানুষদের প্রোডাক্টিভিটি দেখতে পাবেন।
🕒 Pomodoro টেকনিক ব্যবহার করে স্টাডি সেশন তৈরি করা।
📈 প্রতিদিনের স্টাডি রিপোর্ট দেখা।

Yeolpumta(YPT) Study with Friends

অনেকেই জানতে চেয়েছেন সেজন্য পোস্ট দেয়া। এছাড়া আরো অনেক অ্যাপ আছে, তবে এই দুইটা অ্যাপ আমাকে অনেক হেল্প করেছে। তাই, আমার ব্যক্তিগত ভাবে পছন্দ। জাযাকাল্লাহু খাইরান।

Written by
Naimur Rahaman
Sadman Prodhan
A small bio can't describe me👽

মন্তব্য করুন

টেলিগ্রামের অফিশিয়াল কমেন্ট সিস্টেম

إرسال تعليق

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.