আমাদের সবার ফোনেই এমন কিছু অ্যাপ থাকে যেগুলোর আসলে কোনো প্রয়োজন হয় না। তবুও এগুলো অহেতুক ফোনের স্পেস দখল করে রাখে। আবার অনেক ক্ষেত্রে এসব অ্যাপ আনইন্স্টল করাও যায় না। আজকের এই পোস্টে আমি দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করা যায়।
অ্যাপ রিমুভ করার পদ্ধতি
ফোন থেকে সিস্টেম অ্যাপ রিমুভ করার
দুটি উপায় আছে।
- কম্পিউটার ব্যবহার করে আনইন্স্টল করা।
- ফোন থেকে সরাসরি আনইন্স্টল করা।
কম্পিউটার দিয়ে করা তুলনামূলক সহজ হলেও সবার কাছে কম্পিউটার থাকে না। তাই ফোন থেকে সরাসরি আনইন্স্টল করার পদ্ধতিই বেশি কার্যকর। এজন্য আমাদের দুইটি সফটওয়্যার প্রয়োজন হবে। একটি
Shizuku এবং অন্যটি
Canta।
সাজেশন
আপনাদের সুবিধার্থে এটি ভালোভাবে বোঝানোর জন্যে
ইউটিউব ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে। চাইলে ভিডিওটি দেখতে পারেন।
ধাপে ধাপে সেটআপ গাইড
ধাপ-১: সফটওয়্যার ইনস্টল
- Shizuku: এটি সরাসরি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। লিংক
- Canta: এটি প্লে স্টোরে নেই, তবে F-Droid থেকে ডাউনলোড করা যাবে। এজন্য আপনারা Droid-ify এর মতো ক্লায়েন্ট ব্যবহার করতে পারেন। লিংক
ধাপ-২: Shizuku সেটআপ
Shizuku ব্যবহার করতে প্রথমে ফোনকে কোনো একটি WiFi নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে। ইন্টারনেট থাকা বাধ্যতামূলক নয়, হটস্পট দিলেই হবে। এরপর:
- Shizuku অ্যাপে গিয়ে Pairing বাটনে ক্লিক করুন।
- যদি ডেভেলপার মোড চালু না থাকে, তাহলে সেটিংসে গিয়ে About Device এ গিয়ে Build Number–এ একাধিকবার ট্যাপ করুন।
- এখন Developer Options থেকে USB Debugging এবং Wireless Debugging চালু করুন।
- Wireless Debugging এ গিয়ে Pair with Pairing Code নির্বাচন করে কোডটি ইনপুট করুন।
- সফল হলে Shizuku অ্যাপে “Shizuku is running” বার্তা দেখাবে।
ধাপ-৩: Canta ব্যবহার
এখন Canta অ্যাপে গেলে ফোনের সব অ্যাপ লিস্ট আকারে দেখা যাবে। প্রতিটি অ্যাপের পাশে বিভিন্ন ট্যাগ থাকবে যেমন:
- Recommended → আনইন্স্টল করলে খুব সমস্যা হবে না।
- Advanced → কিছুটা গুরুত্বপূর্ণ হতে পারে।
- Expert/Unsafe → এগুলোতে হাত না দেওয়াই ভালো।
- System → সিস্টেম অ্যাপ।
যদি আপনি নিশ্চিত থাকেন কোনো অ্যাপ দরকার নেই, তাহলে সিলেক্ট করে
Delete বাটনে চাপলেই আনইন্স্টল হয়ে যাবে।
এভাবেই আপনি ফোন থেকে অপ্রয়োজনীয় সিস্টেম অ্যাপ সহজেই রিমুভ করতে পারবেন।
কমন কিছু সমস্যার সমাধান
Shizuku অ্যাপ Start না হলে করণীয়
- Oppo, Realme, OnePlus: ডেভেলপার অপশন থেকে Disable Permission Monitoring অপশন চালু করলে সমস্যার সমাধান হয়ে যাবে।
- Xiaomi/Mi, POCO: ডেভেলপার অপশন থেকে USB Debugging (Security Settings) চালু করলে সমস্যার সমাধান হয়ে যাবে।
(উল্লেখ্য: USB Debugging আর USB Debugging (Security Settings) এক জিনিস নয়)
ভুল করে আনইন্স্টল করে ফেললে কী করবেন?
- কিছু অ্যাপ হতে পারে ভুল করে আনইন্স্টল করে ফেলেছেন বা আনইন্স্টল করার পর থেকে ফোনে সমস্যা শুরু হয়েছে, এরকম ক্ষেত্রে আনইন্স্টল করা কোনো অ্যাপ চাইলে আবার রিস্টোর করা যায়। এক্ষেত্রে Canta অ্যাপ এর ডান দিকের বাটনে ক্লিক করে শুধু যে অ্যাপটি ফেরত আনতে চান, সেই অ্যাপটি সিলেক্ট করে Restore বাটনে ক্লিক করলেই এটি ফিরে আসবে।
Package Name Viewer ব্যবহার
- কিছু অপ্রয়োজনীয় অ্যাপ এমনভাবে লুকানো থাকে যে নাম দেখে বোঝা যায় না। এজন্য Package Name Viewer ব্যবহার করা যেতে পারে। প্লে স্টোরে এ ধরনের অ্যাপ পাওয়া যায়। এর মাধ্যমে আপনি যেকোনো অ্যাপের প্যাকেজ নাম বের করতে পারবেন এবং চাইলে Canta থেকে আনইন্স্টল করতে পারবেন।
আজ এই পর্যন্ত। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান।
Written by
Naimur Rahaman
Muslim | Love to Learn, Read, Write | Dreamer of Change | Tech Enthusiast